শুরু করেও বাড়তে পারে নাই !  
তুমি তাকে থামিয়ে দাও পিছুটান বলে।


আমার কাছে গল্প বলার ঢংটাকেই রঙ করে
চটকদার দাঁড় করানোটাই শিল্প । অতঃপর তোমার প্রস্থান,
চিহ্ন রেখে যাও কিছুই যাওনি রেখে ।


তবুও পারস্যজয়ের বাসনা নিয়ে
দেখি কলম্বাসের আস্ফালন;
নিভে যেতে দিবে না আর ।


কালক্ষেপণটা তোমার কাছে মতিভ্রম।  
আমার কাছে সেটাই তোমাকে দেখে নেবার বাহানা ।