মওকা পেয়েও হেরে যেতে হয়,
ভাগ্যের কথা বলতে হয়।
মনে মনে সুখী হতে হয় -এতেই তো আরো ভালো,  
বুঝে আসলেও ভালো না আসলেও ভালো ।


সকাল বেলা কবিতার উপকরণ খুঁজতে গিয়ে দেখি কিছুই নেই
বর্ষার সকালে এমন নিরুপায়  হব ভাবি নাই। অথচ
সব্যসাচীদের কাছে সবকিছুতেই বয়ে চলা উদাহরণ,
সবকিছুই চলে, চলনসই হতে পারে সব গল্পই।  


মওকা দিয়ে যদি মেলানো যেত জীবন;
তাহলে  যারা মওকা পায়নি তাদের যে কি হত!
আর যারা মওকা খেয়ে খেয়ে ফুলে ফেঁপে উঠছে চারিধারে
দামী দামী বিলাসিতায় যারা উচ্ছন্নের কোল ঘেঁষে ফিরে !


আমি যদি হারতে ভালো না বাসতাম,
তেমন করে ভাবতে না পারতাম?
ভাবাবেগগুলো যদি কেউ অকেজো করে না দিত বারংবার!
আমার কাছে গল্পের ছলে দামী সবাই।


আমি এখন স্বীকারোক্তির প্লাবনে ভাসিয়ে দেই প্রণয়।
মওকা পেলেই ছড়িয়ে দেই-
আমার মাঝেও ভালোলাগা ছিল, সেটা দোষের ছিল না ।  
পথের বাইরে আলো খুঁজিনি বলেই বিচ্যুত হতে পারি নাই,
পারি নাই ছিন্ন করতে কারো দৃষ্টির সীমা।


এখন তেমন করেই  নজরবন্দী আমি বেঁচে থাকি  সুখে।
বিক্রি করতে থাকি গৃহে উৎপাদিত ফসল।
আমার বাগান ভরা গোলাপ
আর হৃৎপিণ্ডের জন্য সূর্যমূখী ।