মুজিব


তুমি তো দেখেছিলে ভারত জুড়ে অত্যাচারী জমিদার
প্রজারা সবে কাঁদিয়া ফিরিত বুক ভরা হাহাকার।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ডেকে নিয়েছিল তায়
তোমার মাঝে জ্বলে যে আগুন নিভায়  সাধ্য কার?


ধর্মের ভিত্তিতে বিভক্ত রাষ্ট্র আগে পরে বয় রক্ত
মোহ ভেঙ্গে হয় অনুশোচনা, বুকে ভরা যত ক্ষত।
ধ্যান জ্ঞান আর ছিল যে আশা পাকিস্তান রাজনীতি
যুগে যুগে তার রয়েছে প্রতিদান  বাঙালিদের ক্ষতি।


কত প্রাণ যে গেল ভাগ হয়ে রইল কত হিস্যা
দিনে দিনে আরো বেড়ে গেল ভার, বাড়ল বেদনার কিস্যা ।
পৃথক হওয়া শতগুনে ভাল অধিকার যদি না রয়
ভাবিলেন তিনি এভাবে আর মুসলিম লীগ নয়।


যুগ কেটে গেল জেল খানাতে আগুন চেপে বুকে
সে আগুনে বিদগ্ধ হল মুক্তিকামী দিনে রাতে।  
অবাক বিস্ময়ে দেখল বিশ্ব কীর্তি কাহারে কয়
মুজিব যেন বাঙালি জাতির ইতিহাস হয়ে রয়।  
সত্তরের নির্বাচনে জাতি দিল তারে ভার,
পরাধীনতা আর নয় -চায় মাথা উচু করে
বাচার অধিকার ।


৭ই মার্চের অগ্নিস্ফুলিংগ ঐতিহ্য হল বাংলার
স্বাধীনতাকামীরা প্রাণপণ লড়ে দিল স্বদেশ উপহার।
দেশ বিনির্মানে মহামতি নেতা সাথে লয়ে জনতা
দিয়েছে  পারি কঠিন সময় ইতিহাস বলে কথা ।
ষড়যন্ত্রের কবলে দেশ তবু তার উচু মাথা
থেমে যেত সব দূরাচারী, যবে কন্ঠ্যে ছিল কথা ।  


অবশেষে এক কালো রাত এলো কাদলো বিবেক যত
কেউ ভাবে নাই দূরাচারী এমন হতে পারে কোন মত।
ত্যাগ স্বীকার করে হয়েছেন মুজিব ভাই হয়েছেন রাষ্ট্রনেতা  
সর্বোচ্চ মূল্য দিলেন বিশ্বাসের- পরাজিত নন কোথা!  


আমরা জানাই স্যালুট তোমারে, কীর্তি তোমার দেশ
জেগে থাকে হেথা ভালোবাসা তোমার- হয় না নিঃশেষ ।
মুজিব মানে ইতিহাস আর ঐতিহ্যের গাঁথা
ভালোবাসা দিয়েও রাখতে পারি নাই –
বুকে বাজে সেই ব্যাথা।