থিতু হতে পারছিনা বলেই ক্রমাগত ভেসে ভেসে
সাগরের মাঝে ......
ফেনিল স্বপ্নগুলো আছড়ে পড়ে যখন,
বড় মুক্ত অনুভবের বাতায়ন খুলে দিয়ে
কতদিন চলতে থাকো পর্যটক......
রোদ পোহাতে নয়তো বেলাভূমির মাঝে
পদছাপের স্থায়িত্ব খেলায় মেতে উঠো-
সে ধারণা বুঝি কোন হিস্যার বুনন !


আর আমি ক্রমাগত কূলে ফেরার তাড়নায়
অচেনা রঙের বাহারি স্বপ্ন দিয়ে
চিরচেনা পথের মাঝেই ভুল করে ফেলি ।
যতটা না ফেরার ছিল তার চেয়ে বেশি
স্খলনের মাত্রায় বড় বেশি অসহায়,
অবশেষে রোদ হয়ে যাই,
লবনের মত গলে যাই ।


বলতে পারো কি এমন হিস্যা
তোমার চোখের মাঝে?
তোমার উপস্থিতির মাঝেও বড় বেশি
উচাটন কোন ঢেউ,
মেলে নাই হিসাব যত-
তোমাকে নিয়ে ঘুরে বেড়ানো অলিগলি!


নিজেকে অচেনা লাগে,
বড় বেশি অসহায় !
বড় বেশি অস্থির !
কলংকের পালিশ থিতু হয়ে যায়,
সবকিছুই বড় বেশি নস্টালজিক !