কিছু দৈব শব্দের মত হেঁসে উঠে কলকল ভিতরটা
বাড়িয়ে দেই শব্দ হতাশার
ইস এই বিকাল!


কেবল এই ইস ইস করেই কেটে যায় মাস বছর!
যুগের কলতান সেও একই মায়ায়
সময়ের ঘোর কাটে না কিছুতেই ।

এই যৌবনের রোদ গেল,  
শান্ত আর সৌম বিকালটাকে চেয়েছিলাম দিতে ।


আফসোস করে লাভ নেই কোন,  
কেউ মনে হয় পারে নাই বিকালটা দিতে ।


প্রতিদিন কেবল ভেসে যায়
যার বিকালটা আজ পারিনি দিতে প্রেয়সীকে ।