বুকের পাঁজরে একটা শব্দ অনেকদিন পর নিজেকে নামিয়ে দিল।
কিছু ছেঁড়া পাতা তরঙ্গের সাথে ভেসে আসছে আর যাচ্ছে দেখে
ঠাওরালাম নিজেকে।
আড়াল হতে কিছু সত্য  উপলব্ধি দিকপালের ভূমিকা নিলো;  
এবারও আমি বুঝতে পারলাম নিঃস্ব হয়ে যাচ্ছি ।


বুঝলাম নিজেকে যতই সামলে নেই-
কিছু ভাব, কিছু দ্যোতনা বাদ্যযন্ত্রের
খাই খাই করে জানিয়ে দেবে নয়তো খানখান করে ভেঙে দিবে
অনির্ধারিত কিছু বচন, কিছু আবেগ ঘন কল্পনা ইতিহাস-
এই বুকে প্রেম ছিল ।


এরপর যদিও নিজের কাছে অপরিচিত ভাবনাগুলি একে একে
মারণাস্ত্র হয়ে দেখা দিবে ভরদুপুরে,
অতীতের কথা শুনিয়ে দেবে বুকের গহীনের খাঁখাঁ শূন্যতা;
ভাবিয়ে যাবে- কিছু সত্য, কিছু আড়াল আর সবখানে
অবিনাশী গল্পের মুখোমুখি ভালোবাসা ।