তাড়নাকে বলেছিলেম- ভয় পাস নে,
ছবির ঠাকুরকেও দাড় করে রেখেছিলেম দেয়ালে ;
অবশেষ দেখার ইচ্ছাটাই নাকি গেল কাল হয়ে।


দেখেছিলেম জীবনের তরে অপ্রতিরোধ্য
কিছু থামিয়ে দেয়া আর কিছু চেয়ে চেয়ে দেখা
-সাগরের দিকে জল চলেছে বয়ে।


ছবি হয়ে রয়ে গেছে ঠাকুর,
দেখে চেয়ে চেয়ে -
পথ চলে যায় অচেনা পথে।


খুঁজে পাওয়া গেল অবশেষ-
চুম্বকের প্রভাবে প্রভাবিত হেরে যাওয়া পরিযায়ী,
তিরোহিত হয়ে গেছে কেউ সেই সাথে।