কিছু প্রশ্ন বাঁধিয়ে গেল !
অথচ পথ পরিক্রমায় এসব ক্ষুদ্রাতিক্ষুদ্র কিছু হামেশাই
নয়নাভিরাম নয়তো থামিয়ে দেয়ার মত
ছবি আঁকতে থাকে।


তোমার হিসাবটা একই।
চোখ বন্ধ করে দেখে নিতে পারো-
উতরে যাওয়া জবাব, পূর্ব আর পশ্চিমের ফারাক। অতঃপর
ইচ্ছা মত সাধারণ নয়তো অসাধারণ কোন তুমি।  


তামাদি হয়ে যাওয়া সম্পর্কের মাঝেও তুমি অবিকল
দেখিয়ে দিতে পারো-আজো তুমি ভূ-স্বামী,
বিভেদের দরজা খুলে  বুঝিয়ে দিতে পারো
আপনের মাঝে কত বেশি পর লুকায়িত।
আর তুমিও!


বলতে পারো – ভালোবাসার চিত্তে
কি-না হলে একেবারেই বেমানান তোমার গান?
কি হলে ধরে নিতে পারি
হিসাবের খাতা বন্ধ হয়ে যায়নি এখনো?  


কিছু প্রশ্ন আরও অবারিত হয়ে ছুঁয়ে যায়
দর্শক, পাঠক আর শ্রোতার কেতাব।
তোমার মাঝেও হোঁচট খাওয়া নয়তো ভেঙ্গে যাওয়া
এক অসম্পূর্ণ প্রণয়ের ছায়া,
আপন-পর নয়তো বিরূপ প্রশ্নবাণ।