আমার এক বন্ধু ছিল স্বপ্নবাজ
কিছু বলতে চাইলেই বলতো
স্বপ্ন দেখলাম তমার হাত ধরে হাটছিস।
অথচ সে তার নিজেকে নিয়ে
স্বপ্ন দেখেনি কোনোদিন।


তমা আমার হাত ছেড়েছে কত আগে,
সেই হাতটারে দেখেছি বন্দী শক্ত হাতে ।
ভীতুর ডিম, স্বপ্ন দেখা ছাড়া যার কথা ছিল না,
সে এখন উড়ে বেড়ায় বলাকার সাথে,
নীড় বেঁধেছে আকাশের এক কোণে ।


আর আমি এখন স্বপ্ন দেখতে দেখতে ফুরিয়ে গেছি
তবু স্বপ্নবাজ হতে পারি'নি,
এখন স্বপ্নহীন ঘুরে বেড়াই একা হাঁসের বেশে ।
নিচ থেকে দেখি বলাকা উড়ে যায় পাখায় ভর করে,
ডানা ঝাঁপটাই উড়তে পারি না
পাখাটা ছোট বলে ।
২৪/১০/১১.