অনশন ভেঙে নেমেছি -এবার আবাদ চাই।
যে জমিতে ছেয়ে গেছে ঘাসলতাপাতা
ফুলের আবাদ চাই, ফসলের নৃত্য চাই ।


বিশ্বাসের ঝুলিতে যেদিন দেখেছি নতুন চাঁদ
নিরুপমা তুমি সেই হতে
বয়ে চলেছ এক আনমনা হৃদয় ।

তুমিও যদি চাও হতেই পারে
আরও বেশি মাত্রা সুগন্ধের,  
আরো বেশি ভারী সন্ধ্যা কার্যকর  ।


এবার আবাদ চাই ফুল ফসল।
বিশ্বাসটাকে নতুন করে সাজাতে চাই
কথা কবিতা আর নিশি দিয়ে ।