অনেক ইচ্ছা পূর্ণ হয়নি আজো।
স্বপ্নের দিনগুলিতে যেমন ভেবেছি একটি হীরার আংটি অতিরিক্ত !
জমানো আক্ষেপে পানি, ছাই চাঁপা দিয়েছি বোধ ।
উপন্যাসে পড়া কাহিনীর মত বলতে পারি নাই- তোমার জন্য উপহার;
বড় অবাস্তব হয়ে গেল মনের দাবী,  
ঐ রাত ফিরবে না আর।


অনেক শখ ছিল সৌখিনতা, এক ডজন কবিতা দেব উপহার।
যখনি সময় পাবে, থাকবে জেগে অনুপস্থিতিতে,
মিলিয়ে নেবে তোমার জন্য মনের কথা;
অনেক বুড়া বুড়ির গল্প, কখনো টিকটিকির দৃশ্য
কত বেশি লাজুক নিরুপায় মূর্তি চেনা শিহরণে;
শখগুলো পুরা হতে পারেনি পুরোপুরি ।


অনেক কিছুই ফায়সালা করা ছিল, বোঝাতে যাইনি জীবনের নির্দেশনা;
গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দিয়েছি সংস্কার!
আব্রু রক্ষা করতে ব্যর্থ দেখে নিরুপায় এখন
নিজেই কত আঘাত করতে ধেয়ে যাও ।
ভাবতে চাই না -যে স্বপ্ন তোমাকে দেবার কথা ছিল,
ভুলে গিয়েছি- অপরাধি, ফায়সালা শোনাতে পারিনি ।


অনেক পথের বিস্তৃতি ছিল মনের মাঝে আঁকা।
মানুষ মানুষের জন্য অনুকরণীয় হতে পারে
- যদি ভালোবাসিয়ে বাস করে কোন এক সম্পর্কের জাল বুনে ।
যে আগুনে পুড়েছে দেহ, মনটাতেও কত বেশি জ্বালা
- তবুও বয়ে চলেছি সাথে নিয়ে এক অপূর্ণতা;
তোমাকে হীরার আংটিটা দেওয়া হয়নি আজো ।
২৮/১১/১১.