সরাসরি এভাবেই আসি আমি।
ভণিতা নেই, নেই পূর্ব প্রস্তুতি
আমি কেবল সামনাসামনি আমি
স্টান্টটাকে ধরে রাখি।


যেদিন অল্প অল্প করে দেখে নিতে চাইলে
খানিকটা নেড়েচেড়ে,
আমি একটা সদ্য মৃত ফুটফুটে -
কি আর বলবে হয়তোবা  নেকড়ে!


নিজের স্বভাবটাকে আপন করে গৃহস্থালীকে
বলে দিলাম- আর নতুন হবার কথা ভেব না।
অতঃপর তুমি নিত্য ইতিহাস
মনস্তাত্ত্বিক ভূগোল গেল বিফলে!


তোমার কথা এলে বলতে পারি না
নিখোঁজ নাকি গুম করে ফেলেছ নিজেকে!
বোবা হয়ে যাই,
আকাশের নীল দেখে কপট চাহনিটাকে।


ফিরে আসি হিসাবের খাতা খুলি,
ভাবনারা আজো অজ্ঞাত কারনে মৃত প্রায়,
দেখা দেয় না সামনাসামনি।
বদান্যতা দেখে দেখে ঘুমিয়ে পড়ি।