সেই সব কথা এখন তোমার কানে বাজে না হয়তো;
নীরবে কখন খুঁজে ফেরে চেনা তোমাকে -সেই কথা, বিশ্বাস!
আর যদি ফিরে আসা নাও হয়,যদি সেই সুর ধরে সুদূর অতীতে .....

অচেনা হয়ে গেছি! দুর্বোধ্য-কত বেশী নিয়মের জাতাকলে ।
তবুও সেই ভালোবাসা বিশ্বাস আজো দারুণ কাজে দেয়।
তুমি নাই পড়ন্ত এই বিকাল মেঘে মেঘে কেটে যায়।  

সেই সুর যেন এতদিন পর কখন কাছে টেনে নেয়
কত বেশী বিহ্বলতায় অস্থির হয়!
ভালোবাসা যেন রয়ে গেছে তবু আকুল প্রাণ;
পাত্র বদলেও ফিরে গেছে আপন ধারায়,
তোমার কাছে আমার পরাজয় ...।

রাখতে পারি নি কথা।
তুমিও সব ভুলে কাটিয়ে দিয়েছ যুগ;
যদি মনে করিয়ে দিয়েছে বন্ধু কেউ!
বলতে পারি নি তবু কেমন আছো,
তুমিও জানতে পারো' নি বিস্তর ফারাক
মনে উঠেছে ঝড়...!

সেই সব কথা এখন বাজে না আর প্রাণে, কেবল
স্তব্ধ হয়ে দাড়িয়ে যায় সময় আকস্মাৎ ।
ঘুমের ঘোরে বলা কবিতায় অর্থ আর অনর্থ মিলিয়ে যায়;
নির্লজ্জ হয়ে যাই, আগে হতে পারি নি যা কখনো ।
১০/০৩/১২