শেষ বিকালে এসে তালগোল পাকিয়ে ফেলার
আগেই যদি মিলে যেতে,  
যদি একবার বুঝে নিতে – এইসব ছেলে খেলা !
যদি আরেকবার ভাবতে
শেষ ভালো লিখা থাকে কোন ভরসা বিন্দুতে?


সবকিছু শেষ হয়ে যায় না!  
একদিন মুক্ত হাওয়ায় নদীর তীরে
প্রচ্ছন্ন বিকালের বুকে  
যদি একটু  ফুরসত নিয়ে দেখা যেত,  
যদি খনন করে রাখা যেত-  
বিশ্বাস আর ভরসার কেন্দ্রগুলি সৌধ করে!


যদি একবার বুঝে নিতে এইসব ছেলে খেলা,  
ক্ষমতা, অক্ষমতা, গুতাগুতি -কিসের নেশা!  
অঢেল অর্থ কামানো আর ধরে রাখার সক্ষমতা,
নিজস্ব ভূবন, মহারাজা-মহারাণী,
গুলশানে ফ্ল্যাট, বেগমপাড়ায় বাড়ি।


আর যারা কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি,
নরওয়ে, সুইডেন হতে দেখো নাই ফিরতে সুনাগরিক!  
শেষ বিকেলে তালগোল হারিয়ে  
সাধের বৃদ্ধাশ্রমে নিয়ম করে চোখ রাখো
বৃদ্ধাশ্রমটা ভালো বেশ!


সত্যি বলতে মনে পড়ে
একদিন বাঙালি ছিল যে –সেও আজ
পিছে পড়ে সামাজিকতার ব্যবসাতে।
মানবিকতা  শিখতে চায়
বিকারগ্রস্ত শামুকের খোলসে ।


আমাদের এইসব বর্তমানে আইনে বলে দিতে হয়
পিতা মাতার ভরণপোষণের কথা
আর দেখে রাখতে হয় নিজের নির্মিতব্য বৃদ্ধাশ্রমের ঠিকানা !