কিছু কথা তুলে রাখার দায় অনবরত দেখিয়ে দেয়
সবখানে মুকুরের মাঝে রাখতে নেই চাহনি।
সে হিস্যা থাক আজ,
সে বেদনের কাছে ধরা থাকে পাখ পাখালিও।


অবিবেচকের কাছে জানতে চাই বিবেচ্য,
বাস্তুচ্যুত ভিনদেশীর কাছে ঘরের আলাপন।
প্রেমের নামে অনেক কিছুই বিলায় ভন্ডের দল ;
মুখ বুজে সইতে হয় সেও!


কিছু কথা তুলে রাখার দায় বাড়ে দিনদিন।
আক্রোশ দেখেও না দেখার অভিনয়ে প্রতিনিয়তঃ
মুকুরে দেখি সৌম্য চাহনির মাঝে
বন্ধ হয়ে যাওয়া হিসাবের খাতা ।


নিয়মতান্ত্রিক পরাজয়ের মাঝে বন্দী অগত্যা,
পরাজিত বোধ, হাত পা ছুড়ে ভাসতে পারি না,
জাগাতে পারি না নাক।


তোমার কল্পিত সুসময় তোমারই থাক ।