তুমি   এসেছিলে
আহম্মেদ রফিক
মার্চ  ১৭ , ২০১১  

তুমি এসেছিলে
তপ্ত উনুনে তখন গনগনে আগুন
প্রয়োজন ছিল একটা হাড়ি দুমুঠো চাল
তখন ক্ষুধার্ত উপমহাদেশে
সিংহ পুরুষের কাবুল থেকে আনা কিছু অস্ত্রের চেয়ে
বেশি প্রয়োজন ছিল জাগরণ ।


ব্রিটিশরা আমাদের ভাগ করেছে গোত্র দল উপদল
খান বাহাদুর নাম দিয়ে বৈধতা চেয়েছে
জমিদারী দিয়ে তাড়িয়ে বেড়িয়েছে ।


আমাদের দরকার ছিল সাধু পুরুষ, মহামতি নেতা
দরকার ছিল নিজ পায়ে দাঁড়ানো
সভ্যতা শাসনের চাবি হাতে নেওয়া
ছড়ি ঘোরানো দূর্বৃত্ত হতে ছড়ি কেড়ে নেয়া।


মন্ত্র  মুগ্ধের  মত  তাকিয়ে না থেকে
                       একদিন  মহারাজ  সেজে  বসা
কোন  একদিন  স্বাধীনতার  কথা  বলা
সবাইকে  জাগিয়ে  তুলে  যুদ্ধে  যাওয়া ।


আমাদের  দরকার  ছিল ভাষার  অধিকার
শোষণ থেকে  বাচার  অধিকার
দরকার  ছিল আগরতলা  মামলা আর ৭ই  মার্চ ।


আমাদের  সবচেয়ে  প্রিয়  ছিল  মা
মায়ের  অপমান  হতে  দেয়নি  তিরিশ  লাখ  প্রাণ
দরকার  ছিল  বিশ্বাস  করা রক্ত  দিয়ে  মাটির  শপথ  ঠিক  রাখা
তুমি  এসেছিলে
ভালবাসা  আর  বিশ্বাস  শিখিয়ে  গেছ এই  জাতি  কে ।