কিছু ভাবতে চাওয়াটাও বিচ্ছিন্নতা মনে হয়।
কি অধিকার রাখি তোমাকে বলার?
আমার এই অব্যক্ত কথাগুলো কবিতার ঘাড়ে চাপিয়ে দেয়া
তোমাকে আপ্লুত করবেনা জানি;
অথচ -তুমি আমার সফলতার একটা প্রদীপ হয়ে আছো।
আলোর ভূবনে খুঁজে না পেলে ক্রমশঃ হতাশ হতে চাই
-এই আর্তনাদ কখনো পৌছাবেনা  তোমার কাছে,
সে অধিকার আমি হারিয়ে ফেলেছি ।
তুমি এখন জ্বলজ্বলে  কত রঙিন তারার মিছিলে,
ডানে বায়ে তোমাদের কত অর্থ বিত্ত! কত রকম মৌনতা!
আমি হয়তো অযোগ্য নয়তো অপাত্র,
কিছু বিবেচনা করতে বললে  বাহলুল মনে হতেও পারে।
তোমার কাছে আরো অনেক বিবেচনা-
এখনো হয়তোবা মাটি ফুঁড়ে বের হতে পারি নাই,
এখনো আছি অন্ধকারে ।
আমার একটু আফসোস করার মত সাহস বা দুঃসাহস
যদি ধার দিতে!  
আমিও তো একদিন তোমার কাছে ছিলেম-
তোমাকে গড়ার প্রত্যয়ে।
তোমাকে ভাবিয়ে দিতে পারি নাই বলেই হয়তোবা ভড়কে গেছি
ভাবছি নিজের কাছে হেরে গেলেম অবশেষে ।