আমি যখন একক প্রভুর কথা বলি -তুমি নীরব হও,
কেউ ঈশ্বর বলে শুনে আপত্তিহীন ।
সব কিছুর মালিক তিনি; আর কার্যত সবকিছুর নিয়ন্ত্রণও তাঁর হাতেই ।
নিশ্চুপ তুমি, যেন কোন আপত্তি নাই তোমার মেনে নিতে ।


এরপর আলাদা হবার পালাঃ
যখন বলি মুহাম্মদ সঃ এর অনুসারী আমি- তুমি অন্য কারো ।
পথপ্রদর্শক তিনি, সব শেষে আগত সমস্ত জগতের  রহমত-
ইতিহাসবিদ হয়ে মেনে নিতে চাও;
অনুসারী হতে আপত্তি জানিয়ে সরে যাও অন্য পথে ।


আমি যখন নিজেকে সমর্পণ করতে সেজদাতে লুটাই
-তুমি তখন বিগ ব্যাং নিয়ে বসে যাও,
যখন সব কিছু চাইতে থাকি প্রভুর দ্বারে
-তুমি তখন শ্লোগানে স্লোগানে বাম তত্ত্বে মুক্তি খুঁজে বেড়াও;
ধোঁয়া তুলে বেড়িয়ে যেতে চাও আরেক অন্ধকারে ।


এরপর অনেক কথা তোমার কাছে কষ্টদায়ক মনে হয়,
সংযোগ খুঁজে পাও না মনের মাঝে,
আর মন যা চায় সবখানে বাঁধা,
ভোগের আশায় গুড়েবালি -সেই সব সাধ আর সাধনা;
নিরর্থক  করে তুলে আমার পানে বাড়ানো হাতের দৃষ্টি!


অস্পৃশ্য হতে থাকি-  
বিশ্বাসের কেন্দ্র বিন্দু থেকে বিচ্যুতি নেই বলে ।
সব কিছু মিছে, বাকি সব জড় পদার্থের আদলে ।
স্বীকৃতি নেই -কিছু হতে কিছু মেলে;
আমি আলাদা হয়ে যাই তোমার সাথে ভাবনার পালা ঘুরলে ।