বাদল মেয়ে
ছিঁড়ে দিয়ে
বিনিসুতর মালা,
মনের সুখ
তোমার মুখ
ভাবি সারা বেলা।
বাদল মেয়ে
দূরে যেয়ে
হাসছো মিটিমিটি,
তারার আলোই
মন্দ ভালোই
পড়ি আমি নীল চিঠি।
বাদল মেয়ে
আমায় নিয়ে
খেললে কত খেলা,
চোখের জলে
ভাসিয়ে দিলে
আকাশ রঙা ভেলা।
বাদল মেয়ে
সুখ পুড়িয়ে
প্রেম করলে ছাই,
বুকের শত
কয়লা ক্ষত
শেউলা হয়য়ে যায়।
বাদল মেয়ে
দেখো চেয়ে
আজও আমি একা,
মনির নীলে
তবুও খেলে
রামধনু রং রেখা।