এবার যদি ফের দেখা হয় মুখ লুকাবে আমায় দেখে?
শ্বেত বদনে মলিনহীন হাসি হাসবে কি গোধূলী মেখে!
শূন্য রোদন মনে জেগে আমি নইতো নিঃশ্চল,
ভুলে থাকা সুরবীণাতে আমি অবিরত অবিচল।
এবার যদি ফের দেখা হয় নয়ন বাঁকাবে আমায় দেখে?
তোমার নয়ন আলোয় দৃষ্টি এঁকে
রাখবে কি চোখ আমার চোখে!
ভগ্ন-হৃদয়ের দুরাশা নিরাশায় আমি নইতো ধীর;
আবার প্রেম বারি নয়নে সঁপিতে আমি কখন সুধীর।
এবার যদি ফের দেখা হয় আমি কি চিনবো তোমায়!
নতুন আমিকে দেখে তুমি তাপ-তস্ত্র পুষিও না অতিস্বযতনে,
ভুলে নিও নিজ মনে।