ওরা হারিয়ে যায়,
          পথের বাঁকে
          রেস্তোরাঁর দ্বারে
           গ্যারেজের পাশে।
মনে রাখেনি ওদের কেউ,
          কারণ ওরা চেনে সবাইকে
          ওরা তো ধরার মাটি
          অদূরের আকাশ দেখেই বড় হয়
তাই আজ ওদের কোনো ভয় নাই।
ওদের কেউ মনে রাখেনি তাই,
আজ ওদের মন থেকেও বিবেক নাই।
ওরা পেট্রোল বোমা মারে
ওরা মৃত্যু ধোঁয়া ছাড়ে
কারণ, ওদের কালকে লাঞ্চিত করেছে তাই।
ওদের দরকার শিক্ষা
এটাও ওদের প্রতিক্ষা।
কাল হবে মানুষ ওরা
আজ যদি ওদের ভালোবাসে তারা।
আজ যদি মনে রাখে ওদের তারা
ওরা মৃত্যু ধোঁয়া ছাড়বে না,
ওরা হবে রবি-ঠাকুর,আলী আর ইবনে সিনা।