ভোর সকালে কলসি কাঁখে
হেঁটে শিশির মাঝে,
মিষ্টি বউটা যাচ্ছে আমার
বাসন্তির ওই সাজে।


গায়ে তার নীল শাড়ি
আলতা রঙিন ঠোঁট,
কোকিল সুরে কণ্ঠ তার
মিষ্টি হাসি মুখ।


নাকে তার সোনার নোলক
কানে লম্বা দুল,
লম্বা চুলের বড় খোঁপায়
মিষ্টি বেলী ফুল।


কাজল কালো চোখ তার
মুক্ত চোখের মণি,
চোখ দুটো তার মায়ায় ভরা
ভালোবাসার খনি।


হাসলে যে তার দুটি গালে
অমনি পড়ে টোল,
কেশ ভরা মাথা তার
কুচকুচে কালো চুল।


হাতে তার রেশমি চুড়ি
গলায় সোনার হার,
দেখলে তাকে হয় যে পাগল
মনটা যে আমার।


কোমরে তার বিছা দুলে
আলতা পায়ে নুপুর বাজে,
আমার চোখে পড়লে নজর
সে যে মরে ভীষণ লাজে।


নরম পায়ের আলতো হাঁটা
মায়ায় ভরা মুখ,
একটি নজর দেখলে তাকে
যায় গুছে সব দুঃখ।


দুধে আলতা গায়ে তার
রূপের ঝলক ঢেউ,
সে যে আমার খুব আদরে
মিষ্টি একটা বউ।