কিসে হবে গো আমার বিচার?
আমার রূপে না আমার গুণে
আর যদি কিছুটা কম থাকে
ফিরেও তাকাবে না আমার পানে
মেয়ে বলে কি একটু বেশি গুণ থাকতে হবে?
নিশ্চই হ্যাঁ, না হলে তো তুমি অন্য কাউকে খোঁজে নেবে
কালো হলে আমায় ভালোবাসবে?
ভিড়ের মাঝ থেকে আমায় খুঁজে আনবে?
নাকি তার জন্য দিতে হবে দর
তবেই দেবে তুমি আমার কদর।
স্বাধীন হয়েও তো হইনি মুক্ত,
মেয়ে জীবন তো বড়ই শক্ত।
নিজের কোন পদবী নেই নেই কোন ঘর,
সবই যেন অগোছালো অনাদর।
তাও নারী তুই খুব জেদী তুই অপরাজেয়,
হাসি মুখে তুই বেঁচে থাকিস শত দুঃখের মাঝেও।