দীপান্বিতা ঃ বাংলা


   বাংলা আমার লেখায় আঁকা 


রং তুলিটার মতো। 


   সেই তুলিটা করতে রাঙা


 রক্ত  ঝড়লো কত।


   বাংলা আমার নীলকন্ঠী


 দীপান্বিতার নাম।


   বাংলা আমার শ্রেষ্ঠ বাবার


মাটিতে ফেলা ঘাম।


   বাংলা মানে আমার কানে


বৃষ্টির নূপুর বাজে।


    বাংলা মানে নিজেকে খুজে পাই


অমানিশার মাঝে। 


    বাংলা আমার  মায়ের ভাষা 


শিশুর আধো বোল।


    বাংলা ভাষায় রচিয়ে সব 


জয়ধ্বনি তোল।


    বাংলায় আমরা করে সব


উঠছি সবে বেড়ে।


    বাংলার হয়ে একদিন মোরা


শীর্ষতা নেবো কেড়ে।