শোনাও শোনাও শোনাও
তোমার মুখের বাণী,তোমাতে এ সুর আনি
ব্যথিত এ প্রাণ জানে না,জানে না কোন গান
উজ্জ্বল উজ্জীবিত হয়ে রবে স্থিত এ প্রাণ ।।


মনের আগুনে পুড়ে হয় যে ছাই
দেখবে কি কখনোও কেউ
নিজেতে নিজের ক্ষয়।।
আজও কত স্বপ্ন নিরবে ঝরে যায়
রাখে কি খোঁজ সেও,যে নিজেই নিজের নয়।।


আমি আশাহত হবো না কখনো
হারিয়ে যাব না তাতে,যে ছিল না অনুরাগে
বৃষ্টির মতো আমি হবো না
রবো না শুধু দু:খে।।
তার বাণী বাজে এ মন মাঝে
তারই সুরে ভেসে, প্রাণে প্রাণে রবো।