ভৈরব পাড়ের কন্যা নূপুর
ভৈরবে রোজ স্নান।
ভৈরব তীরে খালি পায়ে
তাহার ভাঙে মান।
ভৈরব পাড়ের নীল গ্রামে
উছল খেলায় মেতে,
নিশি রাতে প্রাণের বোলে
নূপুর হাসে প্রাতে।
রিম ঝিম ঝিম বৃষ্টি ফোটা
ভৈরব টলমল।
বাতাস ও দেখি হাওয়া খায়
নূপুরের কোলাহল।
ভৈরব পাড়ে আঁকছে নূপুর
জীবন নায়ের নৃত্য।
নূপুরের নামে ভৈরব লেখে
একটি প্রেমের পত্র।