__________________
বের হইসনে রাত পোহালে
মিথ্যে করে প্রেমের ছলে
ভুলে কারো লাল নীল ফুলে
কারো ছলে
কাল সকালে
কাল বিকালে
সাঝের কালে
রাত্রিকালে...
বের হইসনে খোপা খুলে
চৌকাঠ থেকে দুপা ফেলে
এলোচুলে ...


ঝোপে ঝাড়ে নদীর কুলে
রেস্টুরেন্টে স্বপ্নীল আলো জ্বেলে
বিবেকটাকে দুপায় দলে...
ভুলে কোন হায়নার বোলে
সাজ করিস না এলে মেলে
চোখ ভিজাসনে লোনা জলে....


ভালবাসায়তো এখন এমনই ফলে
বাবা মা ভাসবে চোখের জলে
তুই কলিজা তুই পরানটা জাত খুয়ালে


বিনয় করে সাবধান করে গেলাম বলে...


(কাব্যগ্রন্থঃ কবিতার সতীন)