আবার দুজন হাঁটবো পাশাপাশি
হাতে হাত ধরে চলে যাবো বহুদূর –
সবুজ গায়ের বাঁকা আলে
সোনা রাঙ্গা ফসল দেখে...
তেপান্তরের পানে-


আবার দুজন হাসবো খুব
চাঁদনী রাতে-
সান বাঁধানো পুকুর ঘাটে -
টলোটলো নিথর জলে
ছায়ামানব দুজন তখন -
চুপিসারে-  দিবো ডুব!


আবার দুজন বলবো কথা
মুখোমুখি সারাবেলা
জমে থাকা কথারমালা
মেলে দিবে পাখনা যতো
অজানাতে হারিয়ে যেতে-
যথাতথা।


আবার দুজন গাইবো গান
মনোবল থাকবে অফুরান
সম্মুখে সবলে হবো আগুয়ান
হাতছানি দিবে সোনালী সোপান-


আবার দুজন থাকবো সুখে
খুব গভীর আলিঙ্গনে দুজনার বুকে
রাত ভোর হবে মাতাল সুখে
পাখির কুহুতান মিষ্টি গানে_


আবার দুজন করবো প্রেমের চাষ
ভালোবাসার বাগান আবার
ভরে উঠবে সোহাগ ফুলে-


আবার দুজন স্বপ্ন গড়বো
সোহাগ ফুলের ভীতের পরে
ফলে ফসলে ভরবে গোলা।


আবার দুজন গল্প লিখবো
পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রেমের কথায়
স্বপ্ন আর বাস্তবতায় পূর্ণ হবে
হাজার পাতা....
সুখ লহরে ভাসবো দুজন
অনিবার্ণ হবে আমাদের সংসার পাতা!


[পতেঙ্গা.চট্টগ্রাম ]