বৃষ্টির চোখে বৃষ্টি নেই আজ জল শুকিয়ে কাঠ
বৃষ্টির মনে প্রতিদিনে এখন বসে প্রেমের হাট!


আকাশ কালো মেঘে এখন বৃষ্টি হয় না আর
বৃষ্টি নিজেই বৃষ্টি ঝরায় ভাবতেই চমৎকার!


বৃষ্টি এখন বেশ শিখেছে কিভাবে হয় হাসতে
বৃষ্টির এখন বেশতো লাগে ধরতে এবং ছাড়তে-


বৃষ্টি এখন তোমার আমার বৃষ্টি কারো না
বৃষ্টি জানে বৃষ্টির নেই আর বিন্দু জলকনা-


বৃষ্টি তবুও হাসতে হাসতে ধরে এবং ছাড়ে
রোজ আঁধারে একলা ঘরে বৃষ্টিরও চোখ ঝরে!


বৃষ্টি জানে বৃষ্টি ঝরে তার মন গহীনে রোজ
বৃষ্টির বৃষ্টি কেড়ে নেওয়া পাষাণে নেয় না কভু খোঁজ-


তারপরেও বৃষ্টি হাসে ভালোবাসে বৃষ্টির বিনয় ছলে
বৃষ্টির সব বৃষ্টি লুটে গেছে বিশ্বাস ভাঙ্গার ফলে!


পতেঙ্গা,চট্টগ্রাম।