অনুশোচনা


নিত্য কত শত শত ভাঙ্গিয়াছি বিধির বিধান
স্রষ্টা ভুলে জগৎ বিভোর এমনই এক নাফরমান।।
এই মুখে তো ভুলের ফাঁকে বের হয়নি কভু আল্লাহ নাম
স্বীয় স্বার্থে বিভোর হয়ে বাতিলকে শুধু দিই প্রণাম।।


সত্য কাঁদে পদতলে মিথ্যে থাকে ভরাট মুখ
পাষাণ এই মন বুঝেনি কভু অনাহারির কেমন দুঃখ?
দিনে দিনে রুদ্র হয়ে ঝরিয়েছি দুঃখীর চোখের জল
লুটে পুটে সব নিয়েছি পাপ প্রাসাদে অর্নগল।।


পাপে পাপে রুদ্র ভাবে গড়েছি এই পাপ প্রাসাদ
নিত্যরত খুঁজিতেছি এরই মাঝে অমৃত স্বাধ।।
হিংস্র হয়ে নেচে নেচে করেছি কত প্রাণ নাশ
মিটেনি তবু এই পাষাণের হীন মনের হবিলাষ?


আজকে এমন বেলা শেষে অশ্রু পাই না দু’ চোখে
চির পাপীর ডাকা হলো না রাজাধিরাজ বিধিকে।।