<><><><><><><><><><><>
সারাটা দিন কাটে আমার তোকে ভেবে
আকাশ মেঘে আতঁকে উঠি ঝড় আভাসে।


নিঃসঙ্গতার ঝিঁঝিঁ পোকা
অবিরাম বাজে মনের ভিতর-
সব হারানোর ভয়ে কাটাই অষ্ট প্রহর!


বেদুঈনের শূন্য থলে তুই যক্ষের ধন
বেঁচে থাকায় আকঁড়ে ধরার অবলম্বন।


তুই হারালে সব হারিয়ে শূন্য হবো
প্রাণ দেহে হৃদয়হীন কেমনে র’বো!


যাযাবরে ধুকে ধুকে
জীবন যাবে পথের বাঁকে-


লাওয়ারিশের দাফন হবে যেথা সেথায়
কেউ র’বে না চোখ ঝরাতে শেষ বিদায়।


তুই পাশে নেই কিছুই নেই তাই সঙ্গীহীন
তোকে ভেবে চাঁদ সুরুজহীন রাত্রি দিন-
<><><><><><><><><><><>