নিষ্ঠুর নিয়তিতে ভাঙ্গে আশার রঙিন পাহাড়
দীর্ঘশ্বাসে হামাগুড়ি কাটে বিধ্বস্ত মন-


প্রবল মনোবল সঞ্চারে হাতড়ে বেড়ায় ঠাঁই
আত্মকেন্দ্রিক ইটপাথরের চোখহারা শহরে
কোথাও তার আশ্রয়ের আচঁল নাই-


শুকনো নদীতে তবুও পাল তোলে স্বাদের নৌকা
পায়ের তলার মাটি কেবল সরে সরে যায়
তবু ও শক্ত ইমারতের স্বপ্ন মগ্ন এক সৎ বোকা-


পতেঙ্গা,চট্টগাম।