কাকে বিচারক বানিয়েছো ?
কার কাছে বিচার চাইবে?
কার বুকের পাঠা আছে?
কে করবে কার বিচার ?


বিচারের নামে বন্ধ করো যতো  নেকামী-  ভণ্ডামী!
যতই বিচার চাও-
চলছে চলবে ওদের  নোংরামী-গুন্ডামী !
ওরা যে বিচারকেরই সোনার ছেলে
নিষ্কলংক সু-সন্তান !


নুসরাত,তনু, তৃষা আর তোমরা জান্নাতবাসী হও
এর চেয়ে বেশি কিছু আমাদের কাছে আশা করো না-
বোন প্লিজ প্লিজ ভাই বলে ডেকো না-
সে যোগ্যতা আমাদের কোথায় !?


আমরা যে গোলাম ক্ষমতার
আমরাতো গোলাম টাকার
আমরা বড়ই কাপুরুষ-
করি কেবল প্রাণের মায়া
প্রতিবাদ প্রতিরোধে আজ আমরা ভীতু ভীষণ
ভয় পাই নিজের শরীরের ছায়া!


আমরা কোন মায়ের সন্তান হতে পারি না
আমরা কারো স্বামী ও নই কোন কালে
আমরা কোন কন্যার জনকের দাবী করি না
আমরা কারো ভাই ও নই কোন যোগ্যতার বলে
আমরা কারো প্রেমিক দাবী করবো কিসের ছলে?


আমরা কোন দেশের নাগরিক হতে পারি না
আমাদের ঠাঁই হতে পারে না কোন মানচিত্রে
আমরা পৃথিবীর উৎসৃষ্ট
আমরা নির্জীব ক্লীব অপদার্থের কিছু একটা !


আমরা বন্য জন্তু পশুর সদৃশ প্রাণী
আমরা অমানুুষ
আমরা বিবেক বর্জিত
আমরা লোভী
আমরা হীনমন্য
আমরা মেরুদন্ডহীন
আমরা কাপুরুষ!
কাপুরুষ!!
কাপুরুষ !!!