গীতি কবিতা


বন্ধু তুই - তোকে ছাড়া ভালো লাগে না
তুই ছাড়া জীবনের সুর যে উঠে না।।
কি করে থাকিস দূরে
আমাকে একা করে
কি করে থাকি বল
ঘুম যে আসে না।।
বন্ধু তুই - তোকে ছাড়া ভালো লাগে না
তুই ছাড়া জীবনের সুর যে উঠে না।।


রাত কাটে তোকে ভেবে
তোর ছবি বুকে ছেপে
তুই ও কি আমার কথা
একটু ভাবিস না ।।
বন্ধু তুই - তোকে ছাড়া ভালো লাগে না
তুই ছাড়া জীবনের সুর যে উঠে না।।


কেন প্রেমের  পথ দেখালি
তোর প্রেমের লোভ দেখালি
প্রেম কি কিছুই ছিল ? সবই ছলনা।।
বন্ধু তুই - তোকে ছাড়া ভালো লাগে না
তুই ছাড়া জীবনের সুর যে উঠে না।।


জীবনে চলার পথে
দেখা হবে তোর সাথে
হয়ত বলব মনের কথা
তুই কি শুনবি না ।।
বন্ধু তুই - তোকে ছাড়া ভালো লাগে না
তুই ছাড়া জীবনের সুর যে উঠে না।।
কি করে থাকিস দূরে
আমাকে একা করে
কি করে থাকি বল
ঘুম যে আসে না।।


পতেঙ্গা,চট্টগ্রাম
২০.০২.২০১২
রাতঃ ১.১৫  -  ১.২৭ মিঃ