যে দিন যাবো পর পারে
সাড়ে তিন হাত মাটির ঘরে
সফেদ কাপড় বিধাব বেশে
পাগল হয়ে রাত দিবসে
                 আমায় তখন খুঁজবে
                 বুঝবে তখন বুঝবে ।


আমার স্মৃতি প্রিয় গীতি
কাঁদাবে তোমায় দিবা রাতি
ঘুমের ঘোরে হঠাৎ জেগে
কাঁদবে তুমি বিষম বেগে
               বেদনায় চোখ ঢাকবে
              বুঝবে তখন বুঝবে ।


খেতে বসে শূন্য আসন
আমায় মনে পড়বে তখন
আমার লেখা পদ্য পড়ে
অশ্রু তোমার পড়বে ঝরে
            আচঁল জলে ভাসবে
            বুঝবে তখন বুঝবে ।


প্রিয় ফুলের মালা গেঁথে
যাকে তুমি পরিয়ে দিতে
সে আমি হারিয়ে গেলে
পরাবে বলো কার গলে
             তখন তো তুমি কাঁদবে
             বুঝবে তখন বুঝবে ।


আপন স্বজন বন্ধু মহল
আমার শোকে ঝরাবে জল
কেঁদে কেঁদে পুত্র খোকন
বাবা বাবা ডাকবে যখন
               তখন কি গো বলবে
               বুঝবে তখন বুঝবে ।


দিবস শেষে রাত্রি এলে
ধরার শত ব্যস্ততা ফেলে
শু’তে এসে শূন্য বিছা’য়
আমায় যখন খুঁজবে গো হায়
                তখন কোথায় পাবে
                 বুঝবে তখন বুঝবে ।


রচনা কালঃ২০০০ইং


(* কাজী নজরুল ইসলাম এর ‘অভিশাপ’ কবিতার অনুসরণে)