এখনো বৃষ্টি হয় অঝোরে ঝরে
এখনো ছাতা হাতে ঠাঁয় দাঁড়িয়েে
একাকি উন্মুখ দু হাত বাড়িয়ে
চেনা সেই পথের ধারে-


এখনো কাক ভেজা মহুয়ার তল
তেমনি ভিজে যায় অবিরল-।


এখনো ধোঁয়া তুলে লালুর লাল রঙ চা
এখনো রিক্সার হুড়তুলে ভিজে হারু চাচা।


সব আছে ঠিক ঠিক আগের মতন
তবে কেন তুই ই শুধু বদলালি এমন?


তবুও প্রতীক্ষায় তোর পথপানে
কভু যদি ফিরিস তুই বর্ষার গানে।


সেদিনও পাবি আমায় হোক যত ঝড়
আমি যে ছাতা হয়ে আজো আছি তোর-