আজি বাংলার
আকাশ বাতাস
আনন্দে উদ্বেলিত
কাটে হতাশার দীর্ঘশ্বাস!
বাঙ্গালীর জীবনে
আজি এ দিনে
হলো মুজিব নামের চাষ...!


ধীরে ধীরে বাড়ে সে
মাতৃ ছায়ায়
টুঙ্গীপাড়ায়...
স্বপ্ন দেখে মুজিব মনে
বদ করবে হায়নাদার পাকিস্তান
তাই ৭১ এ তুমুল লড়ে
মুক্ত করলো মাতৃস্থান...


এ বাঙ্গালী
প্রেম কাঙ্গালী
প্রেম পেলো তাই
দিলো ..বঙ্গবন্ধু নাম..
বঙ্গবন্ধু চিরঞ্জীব
বাঙ্গালীর মুক্তির স্বাধ
সে যে মুক্তির কান্ডারী
দূর করিলো
পরাধীনতার তিমির রাত..
.
চিরঞ্জীব শেখ মুজিব তোমায় জানাই শত সালাম...
মুক্ত মনের মুক্ত জীবন
তোমার তরে আমরা পেলাম..


যত দিন এ বাঙ্গালীর বুকে থাকে
এক বিন্দু রক্ত প্রাণ
ততো দিন তুমি র'বে বেঁচে
শেখ মুজিবুর রহমান...!!