জানি , ভুলে যাবে তুমি আমায় একদিন
পৌষের প্রথম প্রহরে
নয়তো প্রচন্ড খরার কালে
অবহেলার স্তুপে পড়ে কাঁদবে আমার কাব্য প্রেম ,
বেদনার বালু চরে হবে মরুর উত্থান
প্রেম তৃষ্ণায় কাতর মন হাহাকার করবে সমস্ত সাহারাময়,
তোমার তনু ছায়াও যেথা কল্পনাপ্রসূ
তথাপি তোমাকে রোমন্থন করে শিহরীত হবো
তৃষ্ণার কথা বেমালুম ভুলে
তুমি না হয় অট্টালিকার পরে গড়বে তোমার স্বপ্নের বাসর
মরুর বুকেই ধুকে ধুকে আমার লাওয়ারিশ কবর
আর তোমার চিরতরে স্বস্তির নিঃশ্বাস!