জাগরণে একুশ
-------------
একুশ মানে
কেবল দুঃখ শোকের গাঁথা নয়
একুশ মানে
বীর বাঙ্গালীর প্রথম বিজয়-


একুশ মানে
অহংকারে মাথা তুলে দাঁড়ানো
একুশ মানে
বাংলা থেকে উর্দু পাকি তাড়ানো


একুশ মানে
ভাইয়ের রক্তে মায়ের গলায় কাংখিত বিজয় মালা
মায়ের আঁচলে সযত্নে প্রিয় বর্ণমালা


একুশ মানে মায়ের ভাষা
শিশুর মুখে কথার চাষ..
বাবার চোখে সোনালী দিন
স্বাধীন বাংলার গভীর আশ-


একুশ মানে জাগরণের গাণ
অধিকার আদায়ের দীপ্ত শ্লোগান
একুশ মানে ভয় কে করা জয়
পূর্ব দিগন্তে স্বাধীন বাংলার রক্তিম সূর্য্যােদয়-


একুশ মানে
স্ব গৌরবে স্বজোরে দিয়ে চিৎকার
আদায় করে নেয়া স্বীয় অধিকার-


একুশ মানে
চাওয়ার ভাষা পাওয়ার ভাষা


একুশ মানে
হাজার স্বপ্নে বুনা সোনালী আগামী
নক্সী কাঁথায় মনের কথা
শীতল পাটির পরতে পরতে
লুকিয়ে থাকা ভালবাসা-


একুশ মানে
ভাব প্রকাশে ভাষার স্বাধীনতা
প্রিয়ার জন্য শত কথায়
গুছিয়ে বলা কবিতা


একুশ মানে
বিশ্ব মাঝে জানিয়ে দেওয়ার দিন
ভাষার জন্যে আমরাই লড়েছি
এই বাঙ্গালীদের চিন-


একুশ মানে গৌরব আর অহংকার বার বার
একুশে তাই সালাম জানাই ভাইদের হাজার বার-


বই
কবিতাটি কবিতার সতীন বইয়ে প্রকাশিত হয়েছে।