[০১]____________


গুণের শুধু গুণ আছে মোটেই তা সত্যি নয়
বেগুনেও গুণ আছে কার্য ক্ষেত্রে প্রমাণ হয়!


[০২]___________
কত্তো বড় সে গুণ
নস্যি যেন সেগুন
তাঁর কদর কত্তো শুন
এক নামেতে ঢাকা খুন !


[০৩]_________


বেগুণের ও গুণ আছে
যারা বুঝে তাদের কাছে
তবুও শুধু গুণ নিয়ে ঢাকা শহর কেন নাচে!


[০৪]_________


গুণ আছে তোমার আমার গুণ আছে তাঁহারও
তাঁর পাশে টিকে না গুণ তোমার আমার কাহার ও !


[০৫]_________


গুণের ও বেগুন আছে
বেগুনেরও গুণ আছে !
দোষে গুণে সবাই বাঁচে
গুণ কেন বড় সবার কাছে ?


____________
‘‘বুঝলে সরবত
না বুঝলে পরবত”
  ______
পতেঙ্গা,চট্টগ্রাম।