তুমি যে আজকে আমায়
বাসছো ভালো মিছে
এমন একদিন
আসবে যে দিন
কাঁদবে অর্হনিশে ।
সে দিন হয়তো এই আমি
হারিয়ে যাবো ভুবন ধুলায় মিশে
আমার স্মৃতি
আমারই গান
আঁখে তোমার
আনবে যে বান
থাকবো না আমি পাশে ।


শূন্য ঘরে ও মোর সাথী
কাঁদবে সে দিন দিবা রাতি
হারিয়ে যাওয়া আমায় মনে করে ।
আমার স্মৃতি পড়বে মনে
কাঁদবে সখী তুষ দহনে
ভাসবে নয়ন অথৈই জলধারে ।
আমার দেয়া পত্র পড়ে
অশ্রু তোমার পড়বে ঝরে
ঢাকবে আঁচল তলে
আমায় নিয়ে স্বপ্ন যত
তারা তোমায় করবে ক্ষত
পূর্ন হয়নি বলে ।
পুকুর পাড়ে বকুল তলে
দেখবে সেথায় জোনাক জ্বলে
সেথায় হবে মোর সমাধি
জানি সেথায় নিত্য সখী
ওগো মোর প্রেম সোহাগী
কাঁদবে তুমি নিরবধি ।
বকুল দিয়ে বকুল মালা
গাঁথবে তুমি রাত কি বেলা
ভাববে আমার কথা ।
মোর সমাধি সামনে রেখে
কাঁদবে তুমি বিষম বেগে
কাঁদবে তরুলতা ।
_________
২৭.০৬.১৯৯৯ ইং