তখন -


ছিলো না তেমন অভাব,
ছিলো ভাল মানুষের স্বভাব।


ছিলো না সন্ত্রাসের দৈরাত্ব্য
ছিল মানুষে মানুষে একাত্ব।


ছিলো না যানজট জলাবদ্ধতা
ছিলো সম্মান সামাজিকতা।


ছিলো না দ্রব্যমুল্যের উর্ধগতি
ছিলো সরকারের কাজে জনতার সম্মতি।


ছিলো না খুন ধর্ষন রাহাজানি
ছিলো বন্ধ দলীয় হানাহানি ।


ছিলো না ফরমালিন ভেজালের ছড়াছড়ি
ছিলো ঘরে ঘরে সুখ শান্তি গড়াগড়ি।


ছিলো না ব্যক্তি আর দলীয় নামকরণের মহড়া
ছিলো আইনের শাসন সকলের তরে কড়া।


ছিলো না নকল আর প্রশ্নপত্র ফাস
ছিলো রাজনীতির রাহু মুক্ত ক্যাম্পাস।


ছিলো না যত্রতত্র দখল, ক্ষমতার বল প্রয়োগ
ছিলো যোগ্য স্থানে যোগ্য লোকের নিয়োগ।


ছিলো না নোবেলের লোভে রোহিঙ্গাদের ঠাঁই
ছিলো হিন্দু মুসলমান দাদা আর ভাই ভাই।


ছিলো না দূর্নীতি আর রাজনীতির বাড়াবাড়ি
ছিলো সম্মানের সহিত মা বোন - নারী।


ছিলো না কিন্ডার গার্ডেন কোচিং এর রমরমা ব্যবসা
ছিলো পাহাড়ি শান্তি চুক্তি আর তিস্তার হিস্যা।


ছিলো না চিকিৎসক আর ঔষুধ কোম্পাণীর কসাই ভুমিকা
ছিলো রক্ষণশীল ভদ্র তখন প্রেমিক প্রেমিকা।


ছিলো না আল্ট্র মর্ডানের নামে নারী পুরুষের উল্টা মর্ডান চল
ছিলো বহতা নদী সাগর জল আর সবুজ বনাঞ্চল।


ছিলো না হিংসা বিদ্বেষ ভাইয়ে ভাইয়ে চরম
ছিলো শালীনতা আর চরম লজ্জা শরম।


ছিলো না অধিকারের নামে নারীর অবাধ চলাচল
ছিলো সকল ধর্মের লোক ধর্মীয় অনুশাসনে অবিচল।


ছিলো না জঙ্গী উথ্থানের নামে মাদ্রাসার বদনামী
ছিলো জীবনের চাইতে সম্মান মানুষের কাছে দামী।


ছিলো না কথায় কথায় যত্রতত্র ঘুষের কারবার
ছিলো ন্যায় নিষ্ঠা মানুষের চারিত্রিক অহংকার।


ছিলো না সব কিছুতেই নেতা গোনার টাইম
ছিলো ন্যায় অন্যায়ের বিচারে আইনের রায় প্রাইম।।