আমি বার বার নিরুপায় হয়ে
তোমায় সেবক বানাই-
বানাই আমার সেবাদাস!
আর বিশ্বাস করে আমার প্রিয় সংসারের চাবি দিই তোমার হাতে -পরিপুর্ণ দেখভাল করতে
কিন্তু তুমি চাবি পেয়ে নিয়ে বসো সম্পূর্ন কর্তৃত্ব!


আমার দেয়া নির্ধারিত মাসওয়ারি বেতনে তোমার মন ভরে না-
তোমার বুক পকেটটাও কেমন যেন বড় বড় হয়ে যায় তখন থেকে!
ওখানে আমার দেয়া বেতনটাকে নেহাতই ভাংতি পয়সা
মনে হয়!তাই -আমার সংসারের সম্পূর্ণ রোজগারের প্রতি তোমার ভীষন নজর !
ওসবের পুরোটা পেলেই নাকি তোমার বুকপকেটটা যৎকিনচিত ভরতে পারে!


আমার সুবিন্যাস্ত শান্ত বাড়ি!থাকার তেমন কোন লোক থাকে না!এমন কোন প্রয়োজনীয় জিনিস নেই যা আমার সংসারে- বাড়িতে নেই!কোন কিছুতেই মানে কিছুতেই আমি হাভাতি না-
আমি আমার সংসারে স্বয়ং সম্পূর্ণা।


তোমায় সেবক করে কর্তৃত্ব দেয়ার পর তুমি আজ অমুক কাল তমুক করে কতো অচেনা অজানারে এনে ভীড়ালে আমার নির্ঝাট গুছানো সোনার সংসারে-সুনসান শান্ত বাড়িটি কোলাহলে হৈ হট্টলে হাট বাজার হয়ে যাচ্ছে দিন দিন-
আমার পুকুরের মাছ বাগানের ফল,আমার সকল ঐশ্বর্য্য হরিলুট হতে থাকে দিনে দিনে-


আমার গড়া প্রিয় সংসারে আজ আমিই যেন অনাহুত -কে তুমি?


তোমাকে সেবার মহান দায়িত্ব অর্পন করে আমি যে খাল কেটে কুমির এনেছি-তা আমি এখন খুব টের পাচ্ছি!আসলে কুকুরের পেটে ঘি হজম হয় না! বেড়া দিয়ে চেয়ে ছিলাম বাগান বাঁচাতে-দেখি সেই বেড়াই আমার সাধের বাগান নষ্ট করে দিলো-শিয়ালের কাছে আমি চরম ভুল করে প্রিয় মুরগীটারে পাহারায় রেখেছিলাম! একবারের জন্যও ভাবিনি যে শিয়াল মুরগীর লোভ কি করে সংবরণ করবে!


তাই পুরোপুরি তুমি আমার গুছানো বাড়ি সাজানো বাগান সাধের সোনার সংসার প্রিয় লাল মুরগীটা ভোগ করার আগেই পাঁচ বছরের মাথায় তোমার থেকে চাবি নিয়ে সকল প্রকার ক্ষমতা হারা করবো!


ভাগ্যিস চুক্তিটা ছিলো! ভাবছি চুক্তির মেয়াদ পাঁচ বছরের বদলে আরো কমিয়ে নেবো -
আবার যদি নতুন সেবকের ও তোমার মত লোভী ভূমিকা হয়!


তবে আমার ভালবাসার কষ্টে গড়া সংসার বার বার আর কতো পারবো গুছিয়ে স্বাচ্ছন্দ্যে স্বচ্ছল করে তুলতে!


////////////////////////////////
৩০ ডিসেম্বর-২০১৯ইং
১৫ পৌষ ১৪২৬ বাংলা
পতেঙ্গা, চট্টগ্রাম