নয়নে দেখিনি- দেখেছি স্বপনে
কথা হয় কত শত হৃদয়ের জল সিড়িঁতে বসে
                                 গোপনে শয়নে !


কথা কয় সে কথা কয় ক্লান্তিহীন
হাসির মুক্তোধারায় জল ছলাৎ ছলাৎ
                        বুক চিন্ চিন্ ।


হাসির পার্বনে বুক তার উঠে ছলকে ছলকে
সূর্যোদয়ের আগুন লেগে উপচে আনে
                         কামনার জলকে ।


মধ্যাহ্নের সূর্যো উঠে টগ্ বগ্ টগ্ বগ্ শুধু
জোসনা রাতে টইটুম্বর মৌচাক
                       ভ্রমর খায় যষ্টী মধু !


_____________
   ০২.০৫.২০০৩ ইং
    পতেঙ্গা, চট্টগ্রাম।