পরানি ;
আমি জানি -
আমার জন্য তোমার এই প্রতীক্ষা মিছে নয়
মিছে নয় তোমার আমার চাওয়া পাওয়া ।


হৃদয়ের বিনিময়ে দিয়েছি যে হৃদয়
মিছে নয় !


সারা দিন কর্ম ব্যস্ত
থাকি- স্বীয় কাজে  ন্যস্ত
আমি যে কর্ম পূজারী
তোমারই  মহান ভাষ্যমতে;


যতটুকু সময় অবসর
তাও তো তোমার তরে সবিনয়
নিবেদন আমার ।


আমার আপনার বলে
যে কিছুই আজ রইলো না আর
যা ছিলো যা আছে ,আর যা হবে -
সবই যে তোমার....


আমার পরানি
আমার নীল কবিতা
আমার হানি রিভার...
আমার আদুরি ময়না....
ভেঙ্গে পড়না ...
হতাশার কালো চাদরে
আর আড়াল করো না কখনো নিজেকে ...


আমি তো আছি...
যেমন ছিলাম...আমি তো তেমনই থাকবো
যেমন তোমার কাংখিত চাওয়া...


আর কিছু দিন...
আর কয়টা দিন...
একটু কাজে নিস্তার ফেলেই
একটু অবসরের বাতাস দিলে হানা-


আর তো মাত্র কয়টা দিন
শীত পেরুলেই...
কুয়াশার বিরহী চাদর ভেদ করে
আমাদের বহুল প্রত্যাশিত
প্রেমের আগুন ঝরা
ভালোবাসার রক্ত গোলাপে আসবে...
প্রেমের বসন্ত....


তার পর তো দুজনে সেই ...
একে অন্যের বুকে...
জড়িয়ে রবো
চির তরে
চির কালের জন্য
বিলীন হয়ে
হারিয়ে যাবো..দুজনার মনপাড়ায় !


স্বপ্নের সেই কাংখিত ভুবনে
যেখানে শুধু ভালোবাসা;
আর ভালোবাসা..
আর তুমি আর আমি
কেউ নেই আর কেউ না-!


(বসন্ত এলো গেলো তুমি রইলে না )


১২.১১.২০১৫ইং