‘আমি’ না ‘ আমার’?
তুমি কাকে ভালোবাসো ?


আমিঃ চিন্তা ভাবনা
ধ্যান ধারণা নিয়ে মন ।


আমারঃ তকতকে ভরা যৌবন
যুবতীর লোভনীয় রুপ !
আর জনকের বিপুল বৈভব !


পরীক্ষা হোক- ‘আমি’ না ‘ আমার’?


তুমি ভাবছো কি বলবে ?
সময়ের নিষ্ঠুর নিয়ম !
সময় কি কুলষিত না তুমি ?


তুমি কাপুরুষ-
সাহস করে বলতে তোমার অঢেল দ্বিধা-
তুমি বলতে পার না- ভালোবাসার জোরে-
নেহাত দোষো- সময় সময় বলে-!


১৪.০৮.২০০১ ইং
                        পতেঙ্গা,চট্টগ্রাম।