একটি কবিতা হারিয়েছে সদ্য-
হৃদয় ডায়রীর খুব মর্মন্তুদ পাতাটি ছিঁড়ে।
কাগজের ডায়রীতে লিখে রাখিনি
বরং তাতে বেমানান হতো অসম্ভব !


দীর্ঘ প্রতীক্ষা আর সাধনা সেধে
এক একটি ছন্দময় শব্দ সযতনে গেঁথে গেঁথে
মনের ডায়রীতে এই কবিতা তার সুদৃঢ় স্থান গড়ে ।


তারপর হিসেব বিহীন সে কবিতা পড়েছি-
যতই পড়েছি- ততই পড়েছি
যতই পড়েছি -ততই মুগ্ধ হয়েছি !


এক সময় কবিতার সব শব্দ আমার কাছে
চরম দুর্বোধ্য হয়ে উঠে ।
কোন অজানা এক ব্যাধির ছোবলে-


নিজের সৃষ্ট কবিতাকে আমি আর
বুঝতে পারি না !
কবিতা যেন আর আমার থাকতে নারাজ ।
আমার কবিতার এ কি হলো ?
ঠিক বুঝে উঠতে পারি না !


একদিন মনের রাজ্যে প্রচন্ড ঝড় উঠে-
সব তোলপাড় করে দেয় সেই কাল বৈশাখী!
সে ঝড়ে হৃদয়হীনা কবিতা হারিয়ে যায়
হৃদয়ের ডায়রী থেকে-
সে পাতাটিও আর খুঁজে পাইনি তন্নতন্ন করে!
ছিঁড়ে উড়ে গেছে অনাহুত সেই কাল নাগিনী ঝড়ে!


আজ তাই খুঁজে ফিরি হৃদয় বন্দরে নগরে
সড়কে সড়কে জলে স্থলে হৃদারণ্যে!


কবিতা---?
সে আমার বুকের সঞ্জিবনী শক্তি
বিচরণের কুলকিনারা
ভাবনার একমাত্র কেন্দ্রবিন্দু
জীবণের হৃদ স্পন্দন
সমস্ত প্রাণের আধার
আমার আজন্ম লালিত মানস প্রিয়া ।
_________
০৩.০৮.২০০১ ইং