তোমার চলার সঙ্গী হবো
শূন্য দু’হাত তোমায় দিবো
ওখান থেকেই শুরু হবে
প্রথম দেখা হঠাৎ করে....
পুড়ে যাওয়া পান্ডুর সে অলস দুপুর
তন্দ্রহীন থাকবো দু’জন আলাপনে...
ভোর বিহানে শিশির ভেজা প্রথমক্ষনে
পবিত্রতায় শুদ্ধ হবো ..
নগ্ন পায়ে হাঁটবো দু'জন র্দূবাঘাসে
গভীর আলিঙ্গনে....
হারিয়ে যাবো খুব দু’জনে
দু'য়ে মিলে এক যে হবো!
ঘোর বর্ষা হবে চন্দ্রীমাতে
সমস্তটা ভেসে যাবে জোস্নার সে প্লাবনে
দীঘল হবে রাত.....
তন্দ্রহীন গভীর আবেশ
নিরন্তর বয়ে যাবে সুখের নহর...
রাঙ্গানো এক প্রভাত!


একটা রঙ্গীন স্বপ্নেগড়া সুখের সংসার...
চিরায়ত বাংলা বধুর খুব আরাধ্য...
তোমায় দিবো....
ইট পাথরের চৌকাঠ ফেলে
প্রাণের উচ্ছ্বাস নিত্য করে ছেলে খেলা
চলে যাবো দুজন মিলে
একটা সুখের স্বপ্ন দেব
খুব নিরালা...


ছায়া সুনিবিড় শান্তির নীড়
ছোট্ট করে যত্নে গড়ে ...
তোমায় দিবো...
সেথা হবে দিবস রাতি
তোমার আমার চুড়ই ভাতি
টুনাটুনির খেলা...
ভালোবাসার নহরে ভাসবে দেখো সুখের ভেলা....


তোমায় নিয়ে সাজিয়ে দিবো...
আর আমি ও শুধু তোমারই হবো...
কথা দিলাম..।।