❑গীতি কবিতা


কিছু কিছু মানুষ আছে
স্বার্থের টানে কাছে আসে
স্বার্থ ফুরিয়ে গেলে ফিরেও আর তাকায় না ।।


কিছু কিছু মনের মানুষ
মন নিয়ে উড়ায় ফানুস
মনের মতো করে ভালোবাসতে পারে না ।।


এক বিধাতার সৃষ্টি সবাই
তবু কেন কোন মিল নাই
মন নিয়ে মন ভাঙ্গতে একবারও কেন ভাবে না।।


মন নিয়ে যারা খেলা করে
মন ভাঙ্গার অভিশাপে জনম ভরে
দুঃখ বেদনাও তাদের পিছু কভু ছাড়ে না।।


ভোগে ক্ষনিকের সুখ দেখে
সুখী ভাবে যদি কেউ নিজেকে
দুঃখ সাগরে ডুববে পরে তা হয়তো সে জানে না।।


মানুষ হয়েও যদি মানুষে না থাকে প্রেম
সে পাষাণ নরপশু নহে হয় কভু শ্যাম
মানুষের মনে কভু তার ঠাঁই থাকে না।।


©রফিকুল ইসলাম বাঁধন
❑___________
পতেঙ্গা,চট্টগ্রাম।