অন্ধকারের পর্দায় ঢাকা এখন আলোক বাতি
নকল আলোয় পথ খুঁজে যায় ভ্রষ্ট এ এক জাতি!


সত্য এখন মিথ্যে বেজায় -মিথ্যে বেজায় প্রিয়ো
ভালোবেসে ভালো নয় কিছু ভেজাল মিশিয়ে দিও!


উপকারীর অপকারেই এ জাতি আজ চেনা
ন্যায় নীতি প্রেম পিরিতি সব টাকাতে কেনা!


বীরের জাতি ভাষা প্রেমিক বিশ্ব দিতো স্যালুট
ক্ষমতাসীন কুলাঙ্গারের দায়ে সব হলো আজ লুট!


বিশ্ব দরবারে পরিচিত আজ কর্ম গুণে বেশ
নকল আর দূর্নীতিতে সবার মডেল বাংলাদেশ।


________
পতেঙ্গা,চট্টগ্রাম